Authentic Answer Key of PSC Food SI Examination 2019
Here, we are providing the answer key of PSC Food SI exam which was held on 27th January, 2019.
‘Authentic Answer Key of PSC Food SI Examination 2019‘
- কংগ্রেস’ শব্দটি প্রাপ্ত হয়েছিল।
a) উত্তর আমেরিকার ইতিহাস থেকে
b) আইরিশ ইতিহাস থেকে
c) ব্রিটিশ কমনওইয়েলথ থেকে
d) আমেরিকান সংসদ থেকে
2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি।
a) মানবাধিকার গ্রুপ
b) বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা
c) ক্রোয়েশিয়ার শরণার্থী
d) বিশ্ব ব্যাঙ্কের শাখা
3. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?
a) নেলসন ম্যান্ডেলা
b) আব্রাহাম লিঙ্কন
c) খান আবদুল গাফফার খান
d) মাদার তেরেসা
4. পুলিৎজারপুরস্কারকোনক্ষেত্রেদেওয়াহয়?
a) বিজ্ঞান ও প্রযুক্তি
b) সাহিত্য ও সাংবাদিকতা
c) আন্তর্জাতিক বোঝাপড়া
d) পরিবেশবিদ্যা
5. মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন?
a) আরতি সাহা
b) আশা আগরওয়াল
c) বাচেন্দ্রী পাল
d) রিতা ফারিয়া
6. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব হিসাবে বিবেচিত?
a) সাধারণ পরিষদ
b) নিরাপত্তা পরিষদ
c) আন্তর্জাতিক আদালত
d) ট্রাস্টি কাউন্সিল
7. ‘মাই লাইফ’ কার আত্নজীবনী?
a) ডঃ এ পি জে আবদুল কালাম
b) ডঃ রাজেন্দ্র প্রসাদ
c) বিল ক্লিনটন
d) হিলারী ক্লিনটন
8. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত
a) স্পোর্টস
b) বিজ্ঞান ও প্রযুক্তি
c) কৃষি
d) চলচ্চিত্র
9. কোন বিজ্ঞানী ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ নামে একটি বই লিখেছেন?
a) স্টিফেন হকিং
b) এডওয়ার্ড জেনার
c) মেঘনাথ সাহা
d) পাস্ত্তর
10. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল
a) রাইন খাল
b) পানামা খাল
c) সুয়েজ খাল
d) এগুলির কোনোটিই নয়
11. ‘ঘুমার’ লোকনৃত্য হল
a) গুজরাটের
b) পাঞ্জাবের
c) রাজস্থানের
d) তামিলনাডুর
12. 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে
a) জাপান-এ
b) লন্ডন-এ
c) জার্মানি-তে
d) রোম-এ
13. নীচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম?
a) উইম্বলডন
b) ফ্রেঞ্চ ওপেন
c) অস্ট্রেলিয়ান ওপেন
d) ইউ এস ওপেন
14. বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ তৈরি করেছেন
a) মহেন্দ্রনাথ সিং
b) নন্দ কিশোর শর্মা
c) সিভনন্দন নাতিয়াল
d) রাজ কাপুর
15. নীচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়?
a) ধমন
b) ছাপেলি
c) মহাথু
d) ধাকনী